পবিত্র রমজানের শেষ জুমার নামাজ ‘জুমাতুল বিদা’ উপলক্ষে সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয় নামাজ শেষে।শুক্রবার (২৮ মার্চ শুক্রবার) জুমার খুতবায় ঈদুল ফিতরের ফিতরা আদায়ের গুরুত্ব, বিধান ও গরীব-দুঃখীদের হকের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। খতিব তাঁর বক্তব্যে বলেন, ফিতরা ঈদের আগে গরীবদের হাতে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। এটি সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য আল্লাহর একটি বিশেষ অনুদান, যা ধনীদের সম্পদের মধ্য থেকে বের করতে বলা হয়েছে।
এছাড়াও, খুতবায় ইসলামের সামাজিক ন্যায়বিচার, ধনী-গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং যাকাত ও ফিতরার সঠিক বণ্টনের বিষয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, ‘‘যারা সম্পদশালী, তাদের দায়িত্ব দরিদ্রদের পাশে দাঁড়ানো। ফিতরা ও যাকাত আদায়ের মাধ্যমে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।’’
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র বিশ্বের মানুষের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে মুসল্লিরা কাঁদতে কাঁদতে নিজেদের এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করেন। বিশ্বে চলমান অস্থিরতা, যুদ্ধ ও মানবতার সংকট থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, পবিত্র রমজানের শেষ জুমা মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে এক বিশেষ ধর্মীয় অনুভূতি বিরাজ করে। সিলেটের শাহজালাল দরগাহ মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে লাখো মুসল্লি জুমাতুল বিদার নামাজ আদায় করেন।