মাধবপুরে মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে আবারও সংর্ঘষে আহত-৩০

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম
মাধবপুরে মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে আবারও সংর্ঘষে আহত-৩০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে বি-বাদমান দু’গ্রুপের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংর্ঘষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়-হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজারে ওরশ নিয়ন্ত্রন করতেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে। এক পক্ষে নেতৃত্ব দেয় যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেয় বিএনপি নেতা এড.সাজিদুল ইসলাম সজল। এ নিয়ে ২২ ফেব্রুয়ারী দু’পক্ষে মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এরই রেশ ধরে মঙ্গলবার সকালে আবারও দু’গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহত কবির মিয়া (৩৫) খোকন মিয়া ২৮) জালাল মিয়া (৪০) রোকন মিয়া ৪৫) গুলবাহার বেগম ৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

থানার এস.আই শাহনূর জানান মাধবপুর ও পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার হাজার হাজার মানুষ। সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী টহলে রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে