ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই, কমেছে চাপ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৩:৫০ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই, কমেছে চাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে আজ শনিবার সকাল থেকে যানবাহনের চলাচলের চাপ আনুপাতিক হারে কমে এসেছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে যানজটের সৃষ্টি হলেও আজ শনিবার সকাল থেকে মহাসড়কের গজারিয়া উপজেলা অংশের দৃশ্যপট পাল্টে গেছে। সকাল থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত সময়ে মহাসড়কের একাধিক পয়েন্ট ঘুরে দেখা গেছে বছরের যে কোনো স্বাভাবিক সময়ের মতো মহাসড়ক এলাকায় যানবাহনের গতি স্বাভাবিক। গজারিয়া উপজেলা ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শওকত হোসেন জানান, সকাল থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত কোনো চাপ নেই। 

তিনি আরো জানান, আগে আগে অফিস ছুটি হওয়ার বিভিন্ন পেশার মানুষ আগেভাগেই ঈদ আনন্দে প্রিয়জনদের সাথে শরীক হতে বাড়ি চলে যাওয়ার মহাসড়ক এলাকায় গাড়ির চাপ আনুপাতিক হারে কমে এসছে।

সংশ্লিষ্ট ভুক্তভোগী সূত্র জানায়, আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে লম্বা ছুটির কারণে যে কোনো স্বাভাবিক সময়ের তুলনায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে যানবাহন চলাচল কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার কথা থাকলে আজ শনিবার থেকে সেই চিরচেনা দৃশ্য দেখা যায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে