ভোলার তজুমদ্দিনে পারিবারিক কলহের জেরে রোজা মনি ওরফে মাকসুদা (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত রোজা মনি তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের ২নং ওয়ার্ডের খালপাড় বাড়ীর প্রবাসী বেল্লালউদ্দিন এর স্ত্রী। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি চাউলে দেওয়ার গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে ভোলা নেয়ার পথে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন।
নিহত রোজা মনি চাঁদপুর জেলার মতলব থানার আসোশিলা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সৌদি প্রবাসে থাকাকালীন অনলাইনের মাধ্যমে বেলালের সঙ্গে তাঁর পরিচয় হয়। পারিবারিক সম্মতিতে তাঁদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। পাঁচ বছরের দাম্পত্য জীবনে তাঁদের তিন বছর বয়সী বানী নামের একটি কন্যাসন্তান রয়েছে।
কাতার প্রবাসী স্বামী বেলালউদ্দিন মুঠো ফোনে জানান, তাঁর বাবা-মা ও বোন অসুস্থ থাকায় রোজা মনি গত ১২ মার্চ বাবার থেকে আমাদের বাড়িতে আসেন। সেখানে গিয়ে দেখেন, ঘরের তালা ভাঙা এবং বিভিন্ন মালামাল চুরি হয়েছে। তিনি এ ঘটনার ছবি তুলে স্বামীকে পাঠালে বেলাল জানান, নতুন করে তিনি এসব কিনে দেবেন। তবে রোজা মনি এতে সন্তুষ্ট না হয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে বোনদের সন্দেহ করে তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন।
স্ত্রীকে ফোন দিয়ে শান্ত হতে বলি এবং বিকল্প থাকার ব্যবস্থা করব বলেও জানাই। কিন্তু সে জানায়, কোথাও যাবে না, বরং বিষ খেয়ে জীবন শেষ করে দেবে।’’এরপর রাগের মাথায় তিনি স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে এনে তা পান করেন, যা তাঁর মৃত্যুর কারণ হয়।
নিহত রোজা মনির সাথে হাসপাতালে আসা বেল্লালর বোন সাহিদা জানান, ঝগড়ার এক পর্যায়ে কখন বিষপান করেছে আমরা টের পাইনি। অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসি। সন্ধ্যায় ভোলা নেয়ার পথে মারা যান।
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাহাত হোসেন বলেন, মৃত ব্যক্তি কি ধরনের বিষ পান করেছিল আমরা তা নির্ণয় করতে পারিনি। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার করলে পথে মারা যায়।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন আল মাসুম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়রা এ মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।