তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৮:০৪ পিএম
তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহ ত্রিশাল পৌর বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার  (২৪ মার্চ) ত্রিশাল পৌরসভার অফিস সংলগ্ন বেলতলী এলাকায় ত্রিশাল পৌর বিএনপির আয়োজনে এ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান করেন পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহ মোহাম্মদ মাহবুবুল আলম।

পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জাতীয়বাদী মৎস্যজীবী দলের পৌর শাখার সাবেক সভাপতি সাজ্জাদ হোসাইন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বেপারী, বিএনপি নেতা রুহুল আমিন, ওবায়দুল হক মিলন, জাহাঙ্গীর আলম, ওসমান গনি কাজল, আব্দুল আউয়াল বেপারী, জাকির হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে