দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পানিগাতী গ্রামে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের বাড়িতে তল্লাশী চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যারা গ্রেফতার হয় তারা হলো মোঃ নাসিম খান (২৪) ও মোঃ আরিফ হোসেন (২৬)। তারা ২ জনই দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের বাসিন্দা। পুলিশের উপস্থিতিতে তাদের বাড়ি তল্লাশী করে ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও এবং ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আরো জানা গেছে নাসিমের নামে দিঘলিয়া থানায় মাদক আইনে পূর্বের একটি মামলা রয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, তাদেরকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।