দুর্গাপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৭:১২ পিএম
দুর্গাপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরের সুমন মিয়া(১৮)নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন ওই গ্রামের মোঃ রফিক মিয়ার পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। সোমবার সন্ধ্যায় সুমনকে একা বাসায় রেখে তার বাবা মোঃ রফিক মিয়া ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য বের হয়। ক্ষেতে পানি দেওয়া শেষে বাসায় ফিরে দেখেন তাঁর ছেলের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ দৃশ্য দেখে সে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে বিষয়টি প্রত্যক্ষ করেণ পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, সুমনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলাও রুজু হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে