ফিলিস্তিনে গণহত্যা ও মুসলীম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৭:৫৮ পিএম
ফিলিস্তিনে গণহত্যা ও মুসলীম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগরপুরে মুসলীম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখা। শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌর শহরের দরিরামপুর সাবঃরেজিষ্ট্রি জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী নজরুল কলেজ গেইটে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোঃ নূর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মোঃ রাফি আলম, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার (দক্ষিণ) সভাপতি মোঃ মনিরুজ্জামান তরফদার, বাংলাদেশ মুজাহিদ কমিটি ত্রিশাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে