মুক্তাগাছায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে জনতার স্রোত

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৪:৩৫ পিএম
মুক্তাগাছায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে জনতার স্রোত

শুক্রবার বাদ জুমআ স্থানীয় বড় মসজিদের সামনে ইত্তেফাকুল উলামা ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতা ইসরাইলি ও ইন্ডিয়ান পণ্য বয়কট স্লোগানে প্রকম্পিত করে তোলে সারা শহর। বড় মসজিদ চত্বর থেকে মিছিলটি শহরের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে ওলামা বাংলাদেশ মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আক্রাম হোসেন, ইত্তেফাকুল ওলামা মুক্তাগাছার সাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ রাহমানি, মাওলানা জাকির হোসেন মুকাররমি, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা আশিকুর রহমান, হাকিম কামরুল হাসান, মাওলানা মতিউর রহমান প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, অতর্কিত হামলা করে নারী ও শিশুদের বোমা মেরে হত্যা করা হচ্ছে। তখন সারা বিশ্বের মোড়ল আমেরিকা, জাতিসংঘ, ভারত শুধু তাকিয়ে তাকিয়ে হাসছে। সেদিন আর বেশি দুরে নয়। ইনশাআল্্লাহ, আমেরিকার পেন্টাগনে কালেমার পতাকা উড়বেই। বিক্ষোভ মিছিল শেষে বড় মসজিদ চত্বরে ইসরাইলি আগ্রাসন থেকে ফিলিস্থিনিদের স্বাধীনতার জন্য মোনাজাত পরিচালিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে