ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা হামলা চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল ওলামা। জামালপুরের মেলান্দহ উপজেলা শাখা এর আয়োজন করেছে। ২১ মার্চ বাদ জুমা মেলান্দহ কেন্দ্রীয় মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মেলান্দহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মসজিদ গেটে পথসভায় সভাপতিত্ব করেন-ইত্তেফাকুল ওলামা মেলান্দহ শাখার সভাপতি মাও. রুহুল আমিন। বক্তব্য রাখেন-জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মুফতি শামসুদ্দিন, মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সাধারণ সম্পাদক মুফতি সোলায়মান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাও. আব্দুল ওয়াহাব ও সাংবাদিক শাহ জামাল প্রমুখ। বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিতে জাতীসংঘকে এগিয়ে আসার আহবান জানান।