দৌলতপুরে ফাইনাল ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ১০:২৬ এএম
দৌলতপুরে ফাইনাল ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে, বৃহস্পতিবার বিকেল ৩ টায় দৌলতপুর ইউনিয়নের ডি,জি,এম মাধ্যমিক বিদ্যালয়ে ফাইনাল ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার বি এন পির সাবেক সভাপতি, দৌলতপুর থানা বি এন পির আহবায়ক, সাবেক এমপি , বি এন পি জাতীয় কমিটির সদস্য জনাব আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে উদ্ধোদক ও আয়োজক,জনাব আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। সাবেক চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ন আহবায়ক, দৌলতপুর থানা বি,এন পি। এম ফরজ উল্লাহ সম্মানিত সদস্য। আলহাজ্ব মোঃ শামসুল হক মাস্টার। সাবেক সভাপতি। দৌলতপুর ইউনিয়ন শাখা বি,এন,পি। মোঃ মুশফিকুর রহমান আদাবাড়িয়া ইউনিয়ন শাখা বি,এন,পি। উক্ত খেলাতে প্রাপ্তন এস এস সি ব্যাচ ২০১৯আর এস এস সি ব্যাচ ২০০৯ শিক্ষার্থীদের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হতে দেখা যায়। মোট ১৮ দল অংশ গ্রহনের মধ্যে দিয়ে ৭ ওভারের ক্রিকেট ম্যাচ গুলো পরিসমাপ্তি হয়। টচে জিতে ৯ সালের ব্যাটার রা ব্যাট করতে নেমে তারা নির্ধারিত সাত ওভারে ৯১ রান করে। পরে ১৯ এর ব্যাচ সাত ওভার শেষে ৭৬ রান করে। অনুষ্ঠানটিতে সভাপতি করেন জনাব, মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনজির আহম্মেদ বাচ্চু দৌলতপুর উপজেলা যুবদল। সের আলী সবুজ আহবায়ক দৌলতপুর ইউনিয়ন বি,এন,পি। ডাঃ আবু আফফান। আবুল কালাম আজাদ,বজলুর রহমান,রমজান মাস্টার, সজল হোসেন,আবুল হাসেম মেম্বার, রেজাউল মেম্বার,কাওসার মেম্বার,সিপন মেম্বার। অ,উ,ঈ তরিফুল ইসলাম,মামুনুর রহমান, রাজ্জাক, আহবায়ক কমিটির আহবায়ক মনোয়ার হোসেন,রিংকু সদস্য সচিব,হিমেল,তানভীর, আরাফাত,তুর্য,জাবেদ,টনি,ময়েন,আকাশ,সুইট,মশিশির,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে