ঝিনাইদহের শৈলকূপায় ষষ্ঠ শ্রেনির এক স্কুলছাত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।শনিবার শৈলকূপা থানায় লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনায় রাত আনুমানিক ৯টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজীর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় যৌথ বাহিনীর হস্তক্ষেপে এলাকাবাসী শান্ত হলেও তারা এর দ্রুত বিচার দাবি করে। গত ৩ মার্চ ওই স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করে রিপন কাজী। এতে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে সে ঘটনাটি তার পরিবারকে জানায়।এর আগেও রিপন কাজী ওই স্কুল ছাত্রীকে একই ভাবে ভয়ভীতি দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেছে। ঘটনা কাউকে না জানাতে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়।
ভুক্তভোগীর অভিভাবকরা বলেন, লোকলজ্জার ভয়ে তারা ভুক্তভোগীকে কুষ্টিয়া নিয়ে গিয়ে চিকিৎসা করায়। তারপর স্থানীয়দের সঙ্গে আলাপ করে আজ থানায় মামলাটি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাছুম খান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। রাতে এলাকার ক্ষুব্ধ জনগণ ওই বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে যৌথ বাহিনী সেখানে যায়। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।