নগরকান্দায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

এফএনএস (মোঃ শওকত আলী শরীফ; নগরকান্দা, ফরিদপুর) : : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:৫২ পিএম
নগরকান্দায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ফরিদপুরের নগরকান্দায়  নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল  ৯ টায়  বাঙালির প্রানের উৎসব বর্ষবরণ উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর  থেকে একটি বর্ণাঢ্য 'বর্ষবরন আনন্দ  শোভাযাত্রা ' বের করা হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর নেতৃত্বে আনন্দ শোভাযত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনুরায়  উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

 সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশন করা হয়। সকাল ১০  টায় উপজেলা পরিষদ চত্বরে নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান সাকিল, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন   সরকারি কর্মকর্তা,জন প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও নানা শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া লাঠি খেলা  ও হাডুডু খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে