বিপুল উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ২০২৫। কর্মসুচীর মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনী, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, সরকারি বেসরকারি ও শায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ইত্যাদি ।
বুধবার সকাল ৭ টায় নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নগরকান্দা থানা পুলিশ, নগরকান্দা উপজেলা বিএনপি ও অংগ সংগঠন,নগরকান্দা পৌরসভা, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ,নগরকান্দা অফিসার্স ক্লাব, নগরকান্দা প্রেসক্লাব, জাতীয় নাগরিক পার্টি নগরকান্দা উপজেলা শাখা, সরকারি নগরকান্দা কলেজ, সরকারি এম এন একাডেমী, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নগরকান্দা আইডিয়াল স্কুল. নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুল, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপেক্স, পল্লিবিদুৎ নগরকান্দা জোনাল অফিস, নগরকান্দা সাবরেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৮ টায় সরকারি এম এন একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। এ সময় তার সাথে ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে আলোচনা সভা মুক্তিযোদ্ধা সংবর্ধনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ ,নগরকান্দা থানার ওিিস মোঃ সফর আলী,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক স্ইাফুর রহমান মুকুল, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ,বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা বাবু খান,বীর মুক্তিযােদ্ধা লিয়াকত আলী লস্কও, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমুখ।