নগরীতে রাস্তা দখলের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৪:৪১ পিএম
নগরীতে রাস্তা দখলের প্রতিবাদে মানববন্ধন

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ রমজান আলী সড়কের একাংশ দখল করে দেয়াল নির্মানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলামা মো. সিদ্দিকুর রহমান।

সমাবেশে সমাজ সেবক আব্দুল হাকিম, আব্দুল মালেক হাওলাদারসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সিটি করপোরেশন কর্তৃক নির্মিত রমজান আলী সড়কের একাংশ দখল করে একই এলাকার বাসিন্দা মো. সাহবুদ্দিন বাউন্ডারী দেয়াল নির্মান করে দখল করে রেখেছেন। ফলে জরুরি প্রয়োজনে বিপদ মুহুর্তে এলাকার এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি আসা যাওয়া করতে পারছেনা। এছাড়া সাধারণ নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ রমজান আলী সড়কটি দখলদারমুক্ত করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে