রংপুরের পীরগঞ্জে নিখোঁজের ১২দিন পর পুকুরে ভেসে উঠা ব্যবসায়ী হারুন উর রশিদ (৪৫) নামের লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। ময়না তদন্তের পর গতকাল তার লাশ দাফন করা হয়। পুলিশ জানায়,উপজেলার বড়দরগাহ ইউপি’র ঢোড়াকান্দর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও বড়দরগাহ বাজারের পান-সুপারি ব্যবসায়ী হারুন উর রশিদ (৪৫) ওরফে হারুন বিগত ২২ মার্চ শনিবার রাতে নিখোঁজ হয়। গত বুধবার পুলিশ চৈত্রকোল ইউনিয়নের চৈত্রকোল বিলের ছোট একটি পুকুর থেকে ভেসে উঠা হারুনের অর্ধ-গলিত লাশ উদ্ধার করে। ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর খায়রুল ইসলাম জানান, শাল্টি মৌজার তোফাজ্জল নামের এক ব্যক্তি গবাদিপশুর খাদ্য সংগ্রহে চৈত্রকোল বিলে ঘাস কাটতে যায়। ধানের জমির আইলে ঘাস কাটার সময়ে বর্ণিত পুকুর থেকে দুর্গন্ধ ভেসে আসে। পুকুরের কাছে গিয়ে কচুরিপানার ফাঁকে মানুষের লাশ ভেসে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করে। নিখোঁজ হারুনের স্বজনরা ঘটনাস্থলে আসে এবং লাশ সনাক্ত করে। নিহতের স্ত্রী বিথী বেগম জানান, ২২ মার্চ আমরা রাত অবধি একসাথে বড়দরগাহ বাজারে কেনাকাটা করেছি। গতকাল জানতে পারি আমার স্বামীর লাশ বের হয়েছে। এসে দেখি আমার স্বামীর লাশ। যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের বিচার চাই। অপর স্বজন শুকুর আলী জানান, ভাইকে হত্যা করবে এমন শত্রু তার থাকার কথা নয়। মোটর সাইকেল ছিনতাইয়ের জন্যই হত্যাকান্ড ঘেেটছে বলে ধারনা করছি। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ফারুক জানান, লাশ অর্ধগলিত থাকায় গলায় ছুরি বা অন্য কিছুর আঘাত থাকলেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের রির্পোটে স্পষ্ট জানা যাবে। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহতের দাফন কার্য সম্পন্ন হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মামলা রুজু হবে।