নিয়ামতপুরে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

এফএনএস (রেজাউল ইসলাম সেলিম; নিয়ামতপুর, নওগাঁ) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৫:০২ পিএম
নিয়ামতপুরে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সভায় হাজিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি  আশরাফ আলীর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: মোঃ ছালেক চৌধুরী। 

উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজমুল হক নাজুর  যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাহিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ডা:আয়নুর রহমান,  বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, বিএনপি নেতা ও হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইোঊপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, যুবদলের আহবায়ক মনজুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে