সাঁথিয়ায় বৃদ্ধ কর্তৃক ধর্ষণের শিকার কিশোরি অন্তঃসত্ত্বা

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:০৬ পিএম
সাঁথিয়ায় বৃদ্ধ কর্তৃক ধর্ষণের শিকার কিশোরি অন্তঃসত্ত্বা

পাবনার সাঁথিয়ায় ৭০বছরের বৃদ্ধ কর্তৃক ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় থানায় মামলা করেছেন ভূক্তভোগি ওই কিশোরির বাবা। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের মৃত আনছুর রহমানের ছেলে ধর্ষক আছাব আলীকে গতকাল মঙ্গলবার(২৫মার্চ)রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভূক্তভোগির পরিবার ও থানায় মামলা মামলা সূত্রে জানা গেছে,উপজেলার আলোকদিয়ার গ্রামের পেশায় ঘোড়ার গাড়ি চালক জনৈক ব্যাক্তি গত ২জানুয়ারি(২০২৫) ভাড়ায় মাল পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি নিয়ে বাইরে যান এবং তার স্ত্রী বুয়ার কাজে অন্যের বাড়িতে যায়। এ সুযোগে ওইদিন প্রতিবেশি কিশোরীর দুঃসম্পর্কে দাদা আছাব আলী তাকে কৌশলে ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আছাব আলী ঘটনা প্রকাশ না করার জন্য মেয়েটিকে ভয়ভীতি দেখায় এবং প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার কিছুদিন পর মেয়েটির বাবা মা তার শারীরিক,আচার-আচরণ ও খাবার খাওয়ার পরিবর্তন দেখে তাকে জিজ্ঞেস করলে মেয়েটি তাদেরকে সবকিছু খুলে বলে। পরে তার বাবা মা মেয়েটিকে গত ১৬ মার্চ ন্যাশনাল ডায়াগনষ্টিক সেন্টার পাবনায় নিয়ে তার শারীরিক পরীক্ষা নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ১০সপ্তাহ তিন দিন বা প্রায় আড়াই মাসের অন্তঃসত্ত্বার রিপোর্ট দেন। এ ঘটনায় মেয়েটির বাবা গত ২৫ মার্চ(মঙ্গলবার) সাঁথিয়া থানায় মামলা করেন। যার মামলা নাম্বর-৩৬। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আসামিকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে বুধবার(২৬মার্চ)পাবনা আদালতে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে