নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ২৬ মার্চ সুর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী শেষে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এর পরে উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর বিএনপি, ধামইরহাট প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, আনসার ভিডিপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও এলাইন্সের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮ টায় সরকারি এম এম ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এ সময় সরকারি এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক, কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, মৎস্য অফিসার আইয়ুব আলী, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, আরএমও ডা. জহুরুল হক, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।