পটুয়াখালীর হিন্দু পাড়াগুলোতে উদযাপিত হচ্ছে হলি উৎস

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ১২:৫২ পিএম
পটুয়াখালীর হিন্দু পাড়াগুলোতে উদযাপিত হচ্ছে হলি উৎস

পটুয়াখালীর কলাপাড়া সহ জেলার সর্বত্র ধর্মালম্বীরা উদযাপন করছে হলি উৎসব। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন হিন্দুপাড়া এবং মন্দির প্রাঙ্গনে শুরু হয় এ উৎসব। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন।

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফালগুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। উৎসবটি পালনে পুরাতন বাজার আখড়াবাড়ি, নতুন বাজার আখড়াবাড়ি, পাষানময়ী কালী মন্দির, কুয়াকাটা রাধাকৃষ্ণ কেন্দ্রীয় মন্দির, কলাপাড়া রাধাকৃষ্ণ মন্দির,বাউফল কেন্দ্রীয় কালি মন্দিরে দোল উৎসবের ব্যাপক আয়োজন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে