২৪ ঘন্টায় টোল আদায় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা

পদ্মা সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ পঞ্চম রেকর্ড

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৪:২৪ পিএম
পদ্মা সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ পঞ্চম রেকর্ড

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শনিবার সকালেও ঘরমুখো মানুষের গণপরিবহনের কিছুটা বাড়তি চাপ এখনো অব্যাহত  রয়েছে। তবে কিছু সময়ের মধ্যেই সেতু পাড়ি দিচ্ছে এসব যানবাহন। এতে করে পদ্মা সেতুর টোলপ্লাজায় দীর্ঘ সময়ের জন্য যানজটে আটকে থাকার কোন জনভোগান্তি নেই।

এদিকে ঈদের ছুটির প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন টার্মিনাল ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী গণপরিবহনগুলো একসাথে টোলপ্লাজায় চলে আসলে শুক্রবার ভোরে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়ে যায়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিন মোটরসাইকেলের অতিরিক্ত চাপ ঠেকাতে তাৎক্ষণিক অতিরিক্ত আরো একটি বুথ চালুসহ মোট ৩টি বুথ দিয়ে মোটসাইকেলের টোল আদায় করে। এ সময় মাওয়া প্রান্তে মোট ৮টি বুথসহ উভয় প্রান্তে মোট ১৬টি টোলবুথ সচল থাকায় কিছু সময় ব্যবধানে সেতু পাড়ি দিতে সক্ষম হয় এসব যানবাহন।

২৮ মার্চ  শুক্রবার পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোটরসাইকেলসহ মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪কোটি ২৫লাখ ৪১হাজার ৩০০টাকা। এটি এ পর্যন্ত টোল আদায়ের সর্বোচ্চ পঞ্চম রেকর্ড বলে শনিবার সকালে জানান সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।

এর আগে ২৬ মার্চ ২৪ ঘন্টায় মাওয়া প্রান্তে ১৪হাজার ৯৯২টি ও জাজিরা প্রান্তে ১১হাজার ৪৩৬টিসহ মোট যানবাহন পারপার হয়েছে ২৬হাজার ৪২৮টি।এদিন মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩লাখ ৮৭হাজার ২শত টাকা।পরদিন ২৭ মার্চ ২৪ ঘন্টায় মাওয়া প্রান্তে ১৭হাজার ৩৩৫টি ও জাজিরা প্রান্তে ১০হাজার ৩৪৮টি সহ মোট ২৭হাজার ৬৮৩টি যানবাহন পারপার হলে মোট টোল আদায় হয় ৩ কোটি ৭লাখ ৬৭হাজার ৮৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টোল রিপোর্টের তথ্য অনুযায়ী জানা গেছে, ২০২২সালের ২৬ জুন সেতু চালু হলে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল। সেদিন মোট ৪৫হাজার ২০৪টি যানবাহন থেকে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০টাকা টোল আদায় হয়েছিল। একই বছরের ১৪ জুন দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৪৪ হাজার ৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ৩০ হাজার ১০০ টাকা।আর ২০২৩ সালের ২৭ জুন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছিল। এদিন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। ২০২৪ সালের ১৫ জুন চতুর্থ সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৩৯ হাজার ২৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা। সেতু চালুর পর এখন পর্যন্ত এ চার দিন ছিলো টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।

পরবর্তীতে ঈদের ছুটির প্রথম দিনে গত  ২৮ মার্চ শুক্রবার ২৪ ঘন্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার করা হয়।এতে মোট টোল আদায় হয়েছে ৪কোটি ২৫লাখ ৪১হাজার ৩০০টাকা।এটি এ পর্যন্ত টোল আদায়ের সর্বোচ্চ পঞ্চম রেকর্ড বলে জানা গেছে।

এদিকে সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান,শনিবার সকালের দিকে টোল প্লাজার সামনে থেকে প্রায় ৫০০ মিটারের মধ্যে যানবাহনের চাপ কিছুটা দেখা দিলেও মাত্র ৩০মিনিটের মধ্যেই সেতু পারপারে সক্ষম হয়েছে এসব গণপরিবহনগুলো।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে