পাকুন্দিয়ায় ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ১২:৫২ পিএম
পাকুন্দিয়ায় ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পুলেরঘাট আঞ্চলিক শাখা ছাত্রদল সভাপতি মির্জা হায়দার সিয়াম (২৮) কে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার পুলেরঘাট বাজারে পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিপুল সংখ্যক নেতাকর্মী। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আমিনুল মেম্বারের ছত্রছায়ায় শিহাব এলাকায় মাদক সেবন ও ব্যবসা চালিয়ে আসছে। সিয়াম এর প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এঘটনায় এখনো আমিনুলকে গ্রেফতার করা হয়নি। আমিনুল মেম্বার ঢাকার বনানী থানা যুবলীগের একজন সদস্য, কুখ্যাত সন্ত্রাসী ও মাদকের গডফাদার। তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন উপস্থিত নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ আমিন নুুরুল্লা, সহ-সভাপতি রাজু আহামেদ রাজু, কাযর্করী সদস্য সংগ্রাম আহমেদ, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান জয়, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, পুলেরঘাট আঞ্চলিক শাখা নবীন দলের সভাপতি আলম, বনগ্রাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদ হাসান রুমী, পুলেরঘাট আঞ্চলিক শাখা শহীদ জিয়া পরিষদের সভাপতি মো. সজিব প্রমুখ। 

উল্লেখ্য, গত ২৩ মার্চ সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া গ্রামের সিয়ামের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে