ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতার প্রতিবাদে কেরানিহাটে মিছিল সমাবেশ

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৭:৫২ পিএম
ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতার প্রতিবাদে কেরানিহাটে মিছিল সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতার প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে স্মরণকালের সর্ববৃহৎ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। সাতকানিয়া রাস্তার মাথায় অবস্থিত মডেল মসজিদ হতে মিছিল শুরু হয়ে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেরানিহাটের উত্তর মাথা ঘুরে আবার কেরানিহাট গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াত নেতা এডভোকেট আবু নাছের, সাতকানিয়া উপজেলা জামায়াত আমীর অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন প্রমূখ।

বক্তারা ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনকে নির্লজ্জ কাপুরুষোচিৎ অমানবিক বর্বর জুলুম আখ্যা দিয়ে অবিলম্বে এই বর্বরতা বন্ধের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববাসীর কাছে উদাত্ত আহ্বান জানান। তারা গণহত্যার জন্য নেতানিয়াহুর ফাঁসি দাবি করেছেন।

মিছিলটি জামায়াতের উদ্যোগে আয়োজিত হলেও এতে সর্বস্তরের গণ মানুষ অংশ গ্রহণ করে। ফলে এটি এ এলাকার স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিলে রূপ নেয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে