ঈদ পরবর্তী যাত্রীরা যেনো নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌছতে পারে সে লক্ষে শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ শেরপুর সার্কেল এবং পুলিশ বিভাগ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় যৌথ অভিযানে তিন চালককে অর্থদন্ড প্রদান করা হয়।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে শেরপুর শহরের অষ্টমীতলা বাসকাউন্টার, ময়মনসিংহ সিএনজি স্ট্যান্ড, কানশাখোলা মোড়, খোয়ারপাড়, শ্রীবর্দী ও ঝিনাইগাতী সিএনজি স্ট্যান্ডসহ শহরের বিভিন্ন টিকিট কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়, চালকদের লাইসেন্স ও যাত্রীদের কোনোরকম হয়রানি করা হচ্ছে কিনা যাচাই করা হয়। যাচাইকালে সড়ক পরিবহন আইনে তিনজন চালককে অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় বিআরটিএ শেরপুর সার্কেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন