জামালপুরের বকশীগঞ্জে পিকআপ চাপায় ফৌজিয়া আফরিন নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। ২৫ মার্চ মঙ্গলবার সকালে বকশীগঞ্জ- কামালপুর মহা সড়কের হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানা পুলিশ নিহত ফৌজিয়া আফরিনের মরদেহ উদ্ধার করেছে। নিহত ফৌজিয়া আফরিন বকশীগঞ্জ উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে ভ্যানগাড়ী যোগে নিজ কর্মস্থল রহিমা সালাম স্কুল এন্ড কলেজে আসার পথে বকশীগঞ্জ- কামালপুর মহা সড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ এর সাথে ধাক্কা লেগে পিকআপ চাপায় গুরুত্বর আহত হয় স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন (৩৬)। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ফৌজিয়া আফরিন বকশীগঞ্জ উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া চলমান।