বরিশালে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৭:০৪ পিএম
বরিশালে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠণ

নগরীর রূপাতলী এলাকার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্সে’র (কওমি মাদ্রাসা) উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পরিষদের কমিটি গঠণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, নবগঠিত উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দরা হলেন, চেয়ারম্যান আলহাজ মাওলানা মির্জা আবু জাফর বেগ, হাফেজ মাওলানা মির্জা জুনায়েদ বেগ, মির্জা ফয়সাল বেগ, মাওলানা মির্জা আরাফাত, আহসান হক, মোহাম্মদ আমিন হক পারভেজ, হাফেজ মাওলানা মির্জা জিয়াউল করিম ও হাফেজ মির্জা আবু হুরায়রা বেগ।

পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা হলেন-আলহাজ মাওলানা রেজাউল করিম সভাপতি, মাওলানা শাহ মোহাম্মদ আব্দুছ ছবুর ও সৈয়দ রিয়াজুল করিম সহ-সভাপতি। মো. আরিফুর রহমান সাধারণ সম্পাদক। মির্জা শাহাবুদ্দিন মাসুদ বেগ, সৈয়দ আজমুল হক, আলহাজ হাফেজ মাওলানা আবদুর রহমান সালেহ সহ-সাধারণ সম্পাদক। মোল্লা সাখাওয়াত হোসেন, হুমায়ুন মোল্লা, এমএইচ রশিদ, মাইনুল ইসলাম রিপন, মির্জা ফাহাদ বেগ সদস্য। এছাড়া প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক হলেন আলহাজ মাওলানা মির্জা শরফুদ্দিন বেগ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে