বিশ্বব্যাপী হরতালের সমর্থনে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৭:০৭ পিএম
বিশ্বব্যাপী হরতালের সমর্থনে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হাকিমপুর হিলিতে তৌহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর হিলি হাকিমপুরের তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হিলি এল এস ডি গোডাউন মোড় থেকে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ওই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করতে হিলি হাকিমপুরের তৌহিদি জনতা রাজপথে নেমে আসে। বিক্ষোভ মিছিলে প্লে কার্ড, ফেস্টুন হাতে তৌহিদি জনতা একসঙ্গে শ্লোগান দেয়, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, গাজায় হামলা কেন? জাতিসংঘ জবাব চাই, ইসরাইলি পণ্য, বয়কট বয়কট, কোকাকোলা বয়কট বয়কট। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাঁজায় বিশ্ব গণহত্যা বন্ধ না হলে আমরা রাজপথে থাকার হুঁশিয়ারি দেয়। একই সাথে ইসরাইলি পণ্য বয়কট সহ বিক্রয় না করার আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন, বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার মুফতি নুরুল করিম, মুফতি জুবায়ের কবির হিলি কাছিমিয়া মাদ্রাসার পেশ ইমাম মওলানা হারুন মাজহারী, সাধারণ ছাত্র শাকিল আহমেদ সহ আরও অনেকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে