মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ও বিশ্ব ইসলামী দাওয়াতী সম্মেলন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবফ্রন্টের আয়োজনে জাকের পার্টি যুব ফ্রন্টের দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩ টায় পার্বতীপুর শহরের করিম মার্কেটের দ্বিতীয় তলায় জাকের পার্টির কার্যালয়ে আয়োজন করা হয়। দিনাজপুর জেলা জাকের পার্টির যুব ফ্রন্টের সভাপতি আফতাব উদ্দীন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাকের পার্টির যুবফ্রন্টের সাধারন সম্পাদক মো: শেখ নজরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকেরপার্টির যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো: গোলাম কিবরিয়া স্বপন, জাকেরপার্টির যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান শাহজাহান। এছাড়াও দাওয়াতি মিশন অনুষ্টানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রফ্রন্ট জাকের পার্টির সাধারন সম্পাদক শামসুদ তাবরিজ বাবু ও পার্বতীপুর উপজেলা যুবফ্রন্টের সভাপতি মো: হারুন অর রশিদ সরকার সুমন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন দিনাজপুর জেলা-২ ছাত্রফ্রন্ট জাকের পার্টির সভাপতি রাকিবুল আহসান রোকন।