রংপুরে গোল টেবিল বৈঠকে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০৩ পিএম
রংপুরে গোল টেবিল বৈঠকে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা

সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার বলেছেন রাষ্ট সংস্কারের যে প্রয়োজনীয় পদক্ষেপ সে লক্ষে কাজ করছে সুশাষনের জন্য নাগরিক রাষ্ট্র সংস্কার জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষে বিভিন্ন বিভাগ, জেলা শহরে সুধীজনদের সাথে মতবিনিময়ের লক্ষ্য হচ্ছে রাষ্ট্র সংবিধান, স্থানীয় সরকার ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের জন্য বর্তমান সংবিধান থেকে যে গুলো বাদ দেওয়া বা সংযোজন করা তা সূধীজনের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই করা হবে। যা নিয়ে ভবিষ্যতে যেন বিতর্ক সৃষ্টি না হয়। ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলন দুইটি আলাদা প্রেক্ষাপট। দুইটিকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে। 

শনিবার রংপুর আর.ডি.আর.এস মিলনায়তনে  রংপুর জেলা ও মহানগর কমিটি আয়োজিত সুজনের গোল টেবিল বৈঠকে মুখ্য আলোচক হিসাবে তিনি এ কথা বলেন। রাষ্ট্য সংস্কার ও জাতীয় ঐকমত্য নাগরিক ভাবনা নিয়ে সারাদেশে সবার মতামতের ভিত্তিতেই আমরা এ সংক্রান্ত তথ্যাবলী নাগরিক ভাবনা জমা দিব। এ ব্যাপারে সবার সহযোগিতা অপরিহার্য্য।

সুজন- সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় সমন্বয়কারী দীলীপ কুমার রায় এর সঞ্চালনায় রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবার রহমান, প্রাক্তন অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খা, মানবাধিকার কর্মী এড.মুনীর চৌধুরী, লালমনিরহাট জেলা সুজন সভাপতি আমিরুল হায়াত আহমেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাডলা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানু, রংপুর মহানগর সুজনের সহ সভাপতি মোখলেসুর রহমান, গঙ্গাচড়া উপজেলার সুজন সভাপতি নুরুন নবী, এনজিও কর্মী এজাজ আহমেদ, প্রভাষক ড. নাসিমা আক্তার, সমাজসেবী মোসফেকা রাজ্জাক, বেলাল আহমেদ,এড আব্দুল মেতালেব, এড. জোবাইদুল ইসলাম বুলেট, এড. এ এম খায়রুল ইসলাম বাপ্পি, জাতীয় মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবা আরা বেগম, প্রভাষক রুমানা জামান, সাংবাদিক বাবলু নাগ, ফরহাদুজ্জামান ফারুক, আসাদুজ্জামান রিপন, ড. শাহ সুলতান তালুকদার, মাহমুদা চৌধুরী, জুলাই গণ আন্দোলনের শহীদ জননী শামছিয়ারা জামান কলি, জেলা সুজনের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আফজাল, মহানগর সুজনের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, এনজিও কর্মী মঞ্জুশ্রী সাহা, মাহমুদা। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন হাঙ্গার প্রজেক্টের রংপুরের সমন্বয়কারী রাজেশ দে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়ার ব্যাপারে আহবান জানানো হয় এবং আইনেসর শাষন যাতে প্রতিষ্ঠিত হয় এবং দেশের মানুষ যাতে শান্তিতে থাকে সে লক্ষে কাজ করা আহবান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে