পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে চাঁদাবাজির মামলায় পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি। পিরোজপুর সদর উপজেলার নির্মানাধীন মডেল মসজিদের ঠিকাদারের কাছে চাঁদা দাবী এবং ঠিকাদারের অফিস ভাঙচুর ও টাকা লুটে নেয়ার অভিযোগে সদর থানায় শুক্রবার রাতে সাইট ম্যানেজার মোঃ শহিদুল ইসলামের দায়ের করা মামলায় আজ শনিবার দুপুরে পিরোজপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় সানি ও সানির ভাই সানজিদসহ তিনজনের নাম উল্লেখ করা ছাড়াও ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামী রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পিরোজপুর শহরের পৌরসভা ভবনের পিছনে নির্মানাধীন মডেল মসজিদের ঠিকাদারের অফিস ভাঙচুর, ঠিকাদারকে মারধর ও সেখান থেকে ৫ লাখ টাকা লুটে নেয়া ছাড়াও সেখানে থাকা সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। এজাহারে বাদী উল্লেখ করেন এর আগেও তাদের কাছে সানি ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। সানি ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সঙ্গে চলাফেরা করতেন এবং এখনো আওয়ামীলীগের সঙ্গে গোপনে আর্থিক লেনদেন চালিয়ে যাওয়ারও উল্লেখ করা হয় মামলার এজাহারে। সানিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান।