কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয়ের জেরধরে যুবলীগ নেতার ছেলেরা হামলা চালিয়ে মিলন ফকির (৪০) নামের এক যুবদল কর্মীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল বন্দরের। আহত মিলন সরিকল ইউনিয়ন যুবদল কর্মী ও মহিষা গ্রামের বাসিন্দা।
আহত মিলন ফকির অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সরিকল বন্দরে কৃষকদের কাছ থেকে ভুষি মালামাল ক্রয় করছিলাম। এরইমধ্যে ইউনিয়ন যুবলীগ নেতা নাসির মোল্লার ছেলেরা মালামাল ক্রয়ে বাঁধা প্রদান করেন। এনিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে নাসিরের ছেলে নিক্সন ও লিখন মোল্লার নেতৃত্বে ৬/৭ জন আমাকে পিটিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নাসির মোল্লা ও তার সহযোগীরা সিন্ডিকেট করে ভুষিমাল ক্রয় করতো। তারা সেই সিন্ডিকেট এখনো বহাল রাখতে চায়। অভিযোগ অস্বীকার নাসির মোল্লা বলেন, আমার ছেলেকে মালামাল ক্রয়ে বাঁধা দিয়ে মারধর করে মালামাল ক্রয়ের টাকা নিয়ে গেছে মিলন ও তার সহযোগিরা। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।