আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটির (এসিএমইউএ) ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশী আমেরিকান মোহাম্মদ দিদার। ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে বর্তমানে তার পৈতৃক নিবাস। মোহাম্মদ দিদার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৮৯ ব্যাচে এসএসসি পাস করেন। দীর্ঘদিন ধরে তিনি স্থায়ীভাবে আমেরিকায় আছেন। সম্প্রতি অনুষ্ঠিত আমেরিকা আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস (এসিএমইউএ) পর্ষদ পুনর্গঠন সভায় তাকে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। মোহাম্মদ দিদার প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে এ পদে নির্বাচিত হন। বিগত কয়েক বছর ধরে সফলভাবে সে দায়িত্ব পালন করে আসছেন। তার সফল নেতৃত্বে এসিএমইউএ বিভিন্ন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে সে কমিউনিটির জন্য একাধিক সেবা প্রদান করেছেন । দিদার বাংলাদেশ এসোসিয়েশন অফ সাউথ জার্সি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও যুক্ত আছেন। সম্প্রতি সে নিজের কমিউনিটি সেবার দায়িত্বে আরও নিবেদিত হয়ে কাজ করছেন। মোহাম্মদ দিদার জানান, আমার মূল লক্ষ্য হলো কমিউনিটির উন্নতি ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তিনি তার দল এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে আরও বৃহৎ প্রকল্প গ্রহণ ও কমিউনিটির উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার আশ্বাস প্রদান করে সবার সহযোগিতা কামনা করেছেন।