থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ শুক্রবার বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেক (BIMSTEC) সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ ঘটে এবং তাঁরা কুশলাদি বিনিময় করেন। সেই সময় তাদেরকে ঘনিষ্ঠভাবে আলোচনায় মগ্ন হতে দেখা যায়। এই সাক্ষাৎ তাদের আজকের বৈঠকের ভূমিকা হিসেবে কাজ করেছে বলে বিশ্লেষকদের অভিমত।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকলেও নানা অর্থনৈতিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি অন্যান্য সদস্য দেশগুলোও অংশ নিচ্ছে।
অধ্যাপক ইউনূস বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন, যেখানে তিনি বর্তমান তরুণ প্রজন্মের সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানদের এ বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।