নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন- মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)।
ওই কিশোরীর পিতা জানান, রাতে মনির হোসেন মোবাইলে তার প্রতিবন্ধী মেয়েকে কল দিয়ে পাশের আম বাগানে নিয়ে যায়। এ সময় মনির হোসেন প্রথমে তার মেয়ের শ্লীলতাহানি করে। পরে কামরুল ইসলাম তাকে ধর্ষণ করে। এ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা ওই কিশোরীকে আম বাগান থেকে উদ্ধার করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, শনিবার সকালে ভূক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।