ভ্রাম্যমান আদালতে পার্বতীপুরে দুই মাদক সেবীকে কারাদন্ড

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৫:৪০ পিএম
ভ্রাম্যমান আদালতে পার্বতীপুরে দুই মাদক সেবীকে কারাদন্ড

ভ্রাম্যমান আদালত দিনাজপুরের পার্বতীপুরে দুই মাদক সেবীকে কারাদন্ড দিয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন। ভ্রাম্যমান আদালতে মমিমুল ইসলাম (২৩) কে ১০ দিন এবং শাহ জালাল ইসলাম (২০) কে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গত শুক্রবার রাত ৯টায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আব্দুস ছালাম এর নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মমিনুল ইসলামসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে উপজেলার মমিনপুর ইউনিয়নের যশাই বাজার থেকে মাদক সেবনরত অবস্থায় উপকরনসহ তাদের গ্রেপ্তার করা হয়। দন্ডিতরা হলেন, পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের খোড়াখাই কোরানিপাড়ার আশরাফুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম ও খোড়াখাই সরদাপাড়া গ্রামের আতাউর মন্ডলের ছেলে শাহ জালাল ইসলাম। 

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) মো: জাকির হোসাইন মোল্লা বলেন, তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় ইতিপূর্বে তারা বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের ১৫ সিলিং ফ্যান ও দুটি পানির পাম্প মটর চুরি করেছে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজাতে পাঠানো হয়েছে। 

আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন জানান, অভিযুক্ত দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, এছাড়াও দুপুরে সড়ক পরিবহন আইনে হেলমেট না থাকায় ১ জনকে জরিমানা এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে