মতলবে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে ৪৫ হাজার শিশু

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৫:০১ পিএম
মতলবে আজ  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে ৪৫ হাজার শিশু

আজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪৫ হাজার শিশু খাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। শনিবার উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডাঃ মোঃ ইসমাইল হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)ডাঃ মোবারক হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ভাষান চন্দ্র কীর্ত্তনীয়া,স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুভাষ চন্দ্র সরকার,সহকারী স্বাস্থ্য পরিদর্শক রোকেয়া বেগম, শাহনাজ আক্তার, স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকগন।

মতলব উত্তরে মোট ৪৫ হাজার ৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫শত শিশুদের নীল ক্যাপসুল এবং ৪০হাজার ৫শত ৫ জন মিশুদের ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, অনেক সময় শিশুদের শরীরে ভিটামিন ‘এ’ এর ঘাটতি থাকে, এই ঘাটতি পূরণের জন্য এ ক্যাম্পেইনের আয়োজন। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সকলে মিলে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করা আমাদের দায়িত্ব। এ ক্যাম্পেইনে কোন শিশু যাতে বাদ না পড়ে তার জন্য সকলকে দৃষ্টি রাখতে হবে।

তিনি আরোও  বলেন, কচুশাক-সহ সবুজ শাকসবজির মধ্যেও ভিটামিন ‘এ’ পাওয়া যায়। এসময় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণ, ভিটামিন ‘এ’ এর গুরুত্ব এবং সুষম খাবারের বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডাঃ মোঃ ইসমাইল হোসেনসহ একটি টিম টিকাদান কেন্দ্র গুলো পরিদর্শন করছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে