নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির দোওয়া ও ইফতার মাহফিলে দশ হাজারের বেশি মানুষ একসাথে মুনাজাতে অংশ নিয়েছেন। তাদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইফতারপূর্ব উপজেলা সদরের সদরের হাইস্কুল মাঠ। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুন হওয়াদের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা ও দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে কায়মনে মুনাজাত করেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ওই মাঠে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দশ হাজারের বেশি নারী-পুরুষ অংশ নেন।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু এতে প্রধান অতিথি এবং সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শফিউল আজম রানা, যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর এ, জেড, এম, রফিকুল ইসলাম রফিক, সাবেক আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে গত নির্বাচনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক রাইগাঁ ইউপি চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক ও সাবেক হাতুড় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম, ভীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরান মালিক খান, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, সদস্য ও সদর ইউপি সদস্য শিহাব রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল রহমান প্রমুখ। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন সমাবেশ সঞ্চালনা করেন।