বিএনপি নেতার ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক

এফএনএস (মোঃ মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ১২:০৪ পিএম
বিএনপি নেতার ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক

পাবনার ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে লেখা একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন রোকনুজ্জামান রাজিব নামের এক বিএনপি নেতা। বুধবার (২৬ মার্চ) রাতে নিজের ফেসবুকে এই পোস্ট দেন তিনি। রাজিব ভাঙ্গুড়া পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক। 

ওই বিএনপি নেতার ফেসবুকে পোস্ট করা পোস্টারে লেখা ছিল-‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।’ অবশ্য এর কিছুক্ষণ পরে দলীয় নেতা-কর্মীদের তীব্র সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে পোস্টটি সরিয়ে নেন তিনি।

এ বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, কম্পিউটারের দোকান থেকে এই ভুলটা হয়েছে। আমি নিজেও বিষয়টা তখন খেয়াল না করেই পোস্ট দিয়েছিলাম।পরে টের পেয়ে ফেসবুক থেকে পোস্টটা সরিয়ে নিয়েছি। তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এতে আমি শতভাগ বিশ্বাস করি। আমি না দেখে পোস্ট করে ভুল করেছি তার জন্য ক্ষমাও চাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম  বলেন, তার পোস্টটি আমি দেখেছি। তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে