পোরশায় অবৈধ কারখানায় জরিমানা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৩:৩১ পিএম
পোরশায় অবৈধ কারখানায় জরিমানা

নওগাঁর পোরশা শিশা বাজারে অবৈধভাবে পরিচালিত রুটি ও সেমায়ের কারখানাকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান। অবৈধ ভাবে কারখানা দুটিতে রুটি ও সেমাই তৈরির অপরাধে দুই বেকারীর মাইলকের কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কারখানা দুটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় এবং শতর্ক করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। এরকম অভিযান অব্যহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে