মানবাধিাকার ও পরিবেশ সংরক্ষন বিষয়ক সাহায্য সংস্থার উদ্যেগে নোয়াখালীতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে দারুচিনি রেস্টুরেন্ট এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিাকার ও পরিবেশ সংরক্ষন বিষয়ক সাহায্য সংস্থা’ নোয়াখালীর সভাপতি এ্যাড. আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিচালক মো. সাগর হোসেন রনি। এসময় আরও বক্তব্য রাখেন মানবাধিাকার ও পরিবেশ সংরক্ষন বিষয়ক সাহায্য সংস্থার কোষাধ্যক্ষ মো. আবুল কালাম ( সেনা .অব:) ও মোহাম্মদ রেদওয়ান (সেনা .অব:) ।
এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিাকার ও পরিবেশ সংরক্ষন বিষয়ক সাহায্য সংস্থার কেন্দ্রীয় কমিটির পরিচালক মো. ইব্রাহিম খলিল ও মোবারক হোসেন রুবেলসহ অনেকে।
মানবাধিাকার ও পরিবেশ সংরক্ষন বিষয়ক সাহায্য সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মো. সাগর রনি বলেন, মানবাধিকার প্রধান ভিত্তি স্থাপিত হয়েছিল ৬২২ খ্রি: মহানবী (স:) কর্তৃক মদীনা সনদ ঘোষনার মধ্য দিয়ে। মদিনা সনদে পৃথিবীয় প্রথস পূর্ণাঙ্গ লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়েছে।এ সনদে মোট ৪৭টি অনুচ্ছেদ রয়েছে যেগুলোতে মানবাধিকারের বিষয়গুলো সর্বপ্রথম সুস্পষ্ঠ ভাবে বাস্তবায়ন করা হয়েছে।