মুলাদীতে নিখোঁজের তৃতীয় দিনে ডোবায় মিললো প্রতিবন্ধী যুবকের লাশ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ১২:৪৩ এএম
মুলাদীতে নিখোঁজের তৃতীয় দিনে ডোবায় মিললো প্রতিবন্ধী যুবকের লাশ

বরিশালের মুলাদীতে নিখোঁজের তৃতীয় দিনে ডোবা থেকে কালকিনি উপজেলা এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের বড়পাতারচর গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের বাড়ি সংলগ্ন ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়। প্রতিবন্ধী যুবকের নাম রুবেল হাওলাদার (৪২)। সে মাদারীপুরের কালকিনি উপজেলার সীমান্তবর্তী আণ্ডারচর গ্রামের হাতেম হাওলাদারের ছেলে। তিনি ঈদের দিন সকাল থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজের ঘটনায় তারা লিফলেট ও মাইকিং করেছিলেন বলে জানান।

এর আগে বুধবার সন্ধ্যার পরে বড়পাতারচর গ্রামে ডোবায় কচুরিপানার মধ্যে লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দেন স্থানীয়রা। রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করেন। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা লিফলেটের ছবি দেখে লাশটি শনাক্ত করেন। পরে রাতে রুবেলের মামা লোকমান তালুকদার ও ফুফাতো ভাই ইসমাইল হোসেন পরিচয় নিশ্চিত করেন। 

ইসমাইল হোসেন জানান, তার ভাগ্নে রুবেল জন্ম থেকে কথা বলতো পারতো না কিন্তু স্বাভাবিক চলাফেলা করতো। গত ৩১ মার্চ অর্থ্যাৎ ঈদের দিন সকালে রুবেল নামাজের জন্য বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করে তাকে না পাওয়ায় পরদিন মাইকিং করা হয় এবং ছবি দিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট লাগানো হয়। পরে বুধবার রাতে মুলাদী থানা পুলিশের ফোন পেয়ে রুবেলের লাশ শনাক্ত করেন। লাশের ঘাড়ে ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পরে লাশ কচুরিপানার ডোবায় ফেলে থাকতে পারে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে