মুলাদীতে ২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ১০:৩২ এএম
মুলাদীতে ২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী

বরিশালের মুলাদীতে গরু কিনতে বেড়িয়ে জাহাঙ্গীর রাড়ি (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সেলিমপুর বাজার থেকে তিনি নিখোঁজ হন। জাহাঙ্গীর রাড়ি উপজেলার উত্তর পাতারচর গ্রামের জালাল উদ্দিন রাড়ির ছেলে। বাড়ি থেকে বের হওয়ার সময়ে তার সঙ্গে প্রায় ৪ লাখ টাকা ছিলো বলে জানান পরিবারের সদস্যরা। ২দিন ধরে ওই ব্যবসায়ীর মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনেরা।

ব্যবসায়ীর বড় ভাই ইসাহাক রাড়ি জানান, জাহাঙ্গীর রাড়ি হাট-বাজার ও এলাকা থেকে গরু ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। বৃহস্পতিবার সকালে প্রায় ৪লাখ টাকা নিয়ে চরমোনাই হাটে যাওয়ার উদ্দেশ্যে তিনি বের হন। সকাল ৮টার পরে সে সেলিমপুর বাজারের একটি দোকানে নাস্তা করেন। সকাল সাড়ে ৮টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিয়ে সন্ধান পেতে ব্যর্থ হয়ে থানা পুলিশে জানানো হয়। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত এবং নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে