মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তুরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে জাফর মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় তার সহযোগী অপর ২ ছিনতাইকারী জহির হোসেন(৪২) এবং ্আরিফ শিকদার (৪০) গুরুতর আহত হয়। আজ (শনিবার) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জাফর মিয়া মাদারীপুরের কালকিনি ফুলছড়ি গামের আ: সাত্তার মিয়ার পুত্র।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান, শনিবার ভোর সাড়ে ৫ টায় উপজেলার তন্তুর ইউনিয়নের পাড়াগাওয়ের ফালু শেখের ছেলে মহসিন অটো রিকশা নিয়ে নিজ বাড়ী থেকে বের হয়ে নওপাড়া পাঁকা রাস্তায় পৌছলে সংঘবদ্ব ৩ ছিনতাইকারী রাস্তায় কলাগাছ ফেলে পথ রোধ করে কিলঘুষি মেরে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। অটো চালক মহসিন এর ডাক চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ৩ ছিনতাইকারী জাফর(৪০) জহির এবং আরিফ শিকদার কে গণপিটুনি দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্বার করে পুলিশ শ্রীনগর স্বাস্থ কমপ্্েলক্সে নেয়ার কিছুক্ষণ পর জাফর মারা যায়। বাকী ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তিকৃত ছিনতাইকারী জহির শরিয়তপুরের জাজিরার গোপালপুর এবং আরিফ শিকদার বরিশালের মূলাদীর মুন্তাজপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।