মুন্সীগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ( ৫ ই এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অঞ্চল পরিচালক বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এ কে এম ফখর উদ্দিন রাজির প্রমুখ। সম্মেলনে জেলা জামায়াতের সকল কর্মপরিষদ, মজলিসে শুরা উপজেলা আমির, সেক্রেটারি, উপজেলা কর্মপরিষদ,মজলিসে শুরা সহ সকল ইউনিয়ন আমির বা সভাপতি, সেক্রেটারি, বাইতুল মাল সেক্রেটারিগন অংশগ্রহন করেন। প্রধান অতিথি বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন,ইসলামী আন্দোলনের কর্মীদের আরো বেশিবেশি সামাজিক কাজ বাড়াতে হবে সামাজিক কাজের মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সীরাত মাহফিল সহ সকল ইসলামী দিবস পালন করার ওপর গুরুত্ব আরোপ করেন। সমাপনী বক্তব্যে জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস সাংগঠনিক নানা বিষয় নির্দেশনা প্রদান করেন।