যশোরে বাউবি'র বাংলা নববর্ষ উদযাপিত

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:৫৫ পিএম
যশোরে বাউবি'র বাংলা নববর্ষ উদযাপিত

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) যশোর আঞ্চলিক অফিসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস উদ্দীন ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

মঙ্গলবার সকাল ১১ টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোরের আঞ্চলিক অফিসের ক্যাম্পাসে নানা রঙের বেলুন, ফুল, সুদৃশ্য পতাকা এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল দিয়ে ক্যাম্পাস সাজানো হয়। যশোরের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে বের হয়ে খাজুরা বাস স্ট্যান্ড মোড় প্রদক্ষিণ করে।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস উদ্দীন। বিকাল ৪ টায় যশোর আঞ্চলিক অফিস ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানে আঞ্চলিক অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে