যুদ্ধের ২৫ বছরেও পূরণ হয়নি বিধ্বস্ত বড়াইবাড়ী গ্রামবাসীর দাবী!

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০২:২০ পিএম
যুদ্ধের ২৫ বছরেও পূরণ হয়নি বিধ্বস্ত বড়াইবাড়ী গ্রামবাসীর দাবী!

যুদ্ধের ২৫ বছর অতিবাহিত  হলেও দাবী পূরণ হয়নি রৌমারীর বড়াইবাড়ী গ্রামবাসীর। গ্রামবাসীর প্রাণের দাবী আগামী ১৮ এপ্রিলের আগেই সরকার বাহাদুরের নিকট আবেদন করেছেন উক্ত গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের।

সোমবার গ্রামবাসীর আহবানে উক্ত গ্রামে সরে জমিনে গেলে পত্রিকায় তাদের এলাকার খবরটি প্রকাশ করার জন্য আবেদন জানান,তাদের আশা খবরটি  ছাপা হলে অবশ্যই বড়াইবাড়ী বাসী উপকৃত হবেন। ২০০১ সালে  ঐতিহাসিক বড়াইবাড়ী যুদ্ধের খবরাখবর  বিভিন্ন পত্রিকায় কভারেজ দিয়েছিলো। সেজন্য  জন্য গ্রামবাসী কৃতজ্ঞ।

বড়াইবাড়ী গ্রামবাসীর দাবী বৃহৎ আকারের গ্রামটি স্বাধীনতার উত্তর কালে উহার বিপুল অংশ ভারতীয় আগ্রাসী জবরদখলের সীমানাগত রহে। সময়ের পরিক্রমায় ২০০১ইং সালে ১৮ এপ্রিল তারিখে ভারতীয় আগ্রাসী শক্তি দ্বারা আক্রান্ত হলে রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় শ-খানেক বাড়ীঘর জালিয়ে দিয়ে ব্যাপক ক্ষতি করে। ভারতীয় বিএসএফ রাতের আধারে নিরস্ত্র বাংলাদেশী গ্রামবাসীর উপর গোলাবর্ষণ করে। গ্রামবাসী মারা না গেলেও ৩ জন বিডিআর (বর্তমানে বিজিবি) শহীদ হন বিএসএফের ব্রাশ ফায়ারে।

সে সময়ে বীর যোয়ান তৎকালীন বিডিআর ও এলাকার সাধারন মানুষ বিশেষ করে উক্ত গ্রামের মিনহাজ উদ্দিন ( বিজিবিতে চাকুরীরত), সাবেক এমপি রুহুল আমীন,তার ভাগিনা সাইফুল ইসলাম লালসহ সাধারন জনগণের যৌথ প্রতিরোধে ভারতীয় বিএসএফ পিছু হটে এবং তাদের ১৭ জন সৈন্য যুদ্ধে মারা যায়।

তাদের দাবী স্বাধীন ভূ-খন্ডের বাংলাদেশী নাগরিক হিসেবে  বসবাস করলেও যাতায়াতের সুবিধার রাস্তাঘাট পেলেও তাদের কমলমতি শিশুদের শিক্ষার সুযোগের জন্য নিকটবতীতে বা উক্ত গ্রামে কোন শিক্ষা প্রতিষ্টান নেই। গ্রামটিতে বর্তমানে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। শিক্ষা গ্রহণের জন্য এখানকার শিশুরা  ২ থেকে ৩ কিলোমিটার রাস্তা পাড়ি  দিয়ে শিক্ষা গ্রহনের জন্য যেতে হয়।

এছাড়া গ্রামবাসীর অভিযোগ সে সময়ে যারা বিডিআরের সাথে সহযোগিতা করেছেন,তাদের নাম  বাদ দিয়ে সাবেক এমপি রুহুল আমীন তার নিজস্ব আত্নীয়স্বজন,শশুর-শাশুরীকে যুদ্ধে অংশহ্রহণকারী আনসার ও ভিডিপি সদস্য বানিয়ে সুযোগ সুবিধা নেওয়ার পায়তারা করছে। এতে করে প্রকৃত অংশ গ্রহণকারীরা যাতে বাদ না পরে সে  দিকে দৃষ্টি কামনা করেছেন।

তবে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেনি। সেজন্য তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে