বগুড়ার গাবতলীতে কৃষি অফিসের উদ্যোগে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে সার বীজ বিতরনের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বসহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পূজা দেবী, অতিরিক্ত কৃষি অফিসার শিবলী খন্দকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নের ৬’শ ৮০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়।