চলতি খরিফ মৌসুমে পাবনার সুজানগরে কৃষক ও কৃষাণিদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ওই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএপিপিও মোঃ আলমগীর হোসেন। উল্লেখ্য উদ্বোধনী দিনে উপজেলার ভায়না ইউনিয়নের ৩৮০জন কৃষকের মাঝে কৃষক প্রতি ৫কেজি করে আউশ ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।