চলতি রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে সুজানগর পৌর বাজার মনিটরিং করেছেন অতিরিক্ত পাবনা জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ মনিরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে তিনি পৌরসভার সবজি, ফল এবং মুদিখানাসহ বিভিন্ন দ্রব্যমূলের বাজার মনিটরিং করেন। বাজার মনিটরিংকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান দ্রব্যমূল্যের ক্রয় সংক্রান্ত ভাউচারের উপর গুরুত্বারোপ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাবনা জেলা বাজার মনিটরিং কমিটির সদস্য পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তথা এনটিভি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান এবং ওই কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার।