নলিয়ান কোষ্টগার্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে সুন্দরবনের শিবসা নদী থেকে ২৫ কেজি হরিণের মাংস সহ ৫ শিকারীকে আটক করেছে। গত বুধবার (১২ মার্চ) সন্ধা ৭ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান ষ্টেশনের আওতাধীন মরালক্ষী খাল সংলগ্ন এলাকা হতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট ৎেকে একটি ডিঙ্গি নৌকা সহ হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়েছে।
আটকৃত ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার মোঃ ইমরান গাজী (২৪) আঃ রহিম (৪৩), রোকনুজ্জামান (৩৫)আবু মুছা (৩৬) ও মোঃ মামুন (৩৫)। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হরিন শিকারীদেরকে গতকাল ১৩ মার্চ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।